এপল তাদের আইপ্যাড বাজারে আনার পর থেকেই কথা চলছে তার প্রতিদ্বন্দি কে হবে তা নিয়ে। বহু কোম্পানী নিজেদের ট্যাবলেটের কথা জানিয়েছে, কেউ বাজারে এনেছে, কেউ আনবে, কেউ কেউ সেখান থেকে সরে গেছে। সম্প্রতি বাজারে আসা স্যামসাং এর গ্যালাক্সি ট্যাব সেখানে বড় ভুমিকা রাখতে যাচ্ছে। আইএফএ ইলেকট্রনিক্স শোতে এটা এনেছে স্যামসাং।
শুরুতে এর বর্ননা জেনে নেয়া যাক। এর ডিসপ্লে ৭ ইঞ্চি, রেজ্যুলুশন ১০২৪-৬০০, টাচন্ক্রিন। ট্যাবলেট হিসেবে ভাল বাজার পেতে হলে টাচস্ক্রিন অত্যন্ত উন্নত হতে হয়। গ্যালাক্সি সেই চাহিদা পুরন করেছে। ডিসপ্লে উজ্জল, লেখা সহজে পড়া যায়।
এতে রয়েছে ১ গিগাহার্টজ কোর্টেক্স এ৮ আরম ভিত্তিক প্রসেসর এবং পাওয়ারভিআর এসজিএক্স৫৪০ গ্রাফিক্স প্রসেসর। এই দুই মিলে একে এন্ড্রয়েড ভিত্তিক ডিভাইসের মধ্যে সবচেয়ে দ্রুততার দাবী করতে পারে। কাজেই যারা গেমের জন্য ব্যবহার করতে চান তারা অনায়াসে এটা পছন্দ করতে পারেন।
গ্যালাক্সি ট্যাবকে আইপ্যাডের সাথে তুলনা করা হয়ত ঠিক হবেনা। বরং একে বড় আকারের মোবাইল ফোন বলা যেতে পারে যেখানে ট্যাবলেট কম্পিউটারের কাজ করা যাবে।
এতে ২.৫ জি (জিএসএম/জিপিআরএস/এজ), থ্রিজি ব্যবহার করা যাবে। এরসাথে ওয়াই-ফাই অপশন নেই তবে ওয়াই-ফাই বি/জি/এন ব্যবহার করে দেখিয়েছে স্যামসাং।
ট্যাবলেটের জন্য বহনযোগ্যটা গুরুত্বপুর্ন বিষয়। গ্যালাক্সি-র ওজন ৩৮০ গ্রাম। আইপ্যাডের তুলনায় অর্ধেক।
এতে টাইপ করার খুব সহজ। অন্তত মোবাইল ফোনের তুলনায় তো বটেই। কিবোর্ড দ্রুত কাজ করে। সুইপি ব্যবহার যেমন করা যাবে তেমনি তার বদলে এক্সটি৯ কিবোর্ডও ব্যবহার করা যাবে। অন্তত ইমেইল নিয়ে আর ভাবতে হবে না।
এতে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এছাড়া সামনের দিকে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ভিডিও কলের জন্য।
এতে ভিডিও দেখা যায় ভালভাবেই। এতে কপি করেই হোক আর ইন্টারনেট ইউটিউব ভিডিওই হোক। এর এইচডিএমআই পোর্ট ব্যবহার করে সরাসরি এইচডি টিভির সাথে লাগিয়ে ব্যবহার করা যায়। এছাড়া মিউজিক প্লেয়ার রয়েছে।
পড়ার জন্য রয়েছে ২৫০০ অনলাইন পত্রিকা, ১৬০০ খবরের কাগজ, ২০ লক্ষ বই। যারা বিছানায় শুয়ে পড়তে পছন্দ করেন তাদের জন্য হোয়াইট অন ব্লাক মোড রয়েছে।
ইন্টারনেট ব্যবহার সন্তোষজনক। একে ল্যাপটপের সাথে হয়ত তুলনা করা যাবে না, কিন্তু মোবাইল ফোন থেকে অনেক ভাল। যারা ট্যাবলেট কিনতে আগ্রহি তাদের জন্য পস্যামসাং এর ভাল উপহার গ্যালাক্সি। নতুন নতুন সফটঅয়্যার তৈরী হলে আরো আকর্ষনীয় হবে তাতে কোন সন্দেহ নেই।
এটা বিক্রি করা হবে মোবাইল অপারেটরের মাধ্যমে। তারাই দাম ঠিক করবে। স্যামসাং জানিয়েছে এই দাম গ্রহনযোগ্য পর্যায়ে রাখা হবে।
No comments:
Post a Comment