একের মধ্যে দুই পেতে কার না ভাল লাগে। প্রিন্টার কিনে যদি সাথে টাচস্ক্রিন ই-বুক রিডার পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এইচপি তাদের ই-ষ্টেশন সি৫১০ প্রিন্টারে এই সুবিধে দিতে যাচ্ছে। প্রিন্টার হিসেবে উন্নত মানে প্রিন্ট করা ছাড়াও এর ৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লেকে আলাদা করে ই-বুক হিসেবে ব্যবহার করা যাবে, প্রয়োজনী তথ্য খোজা যাবে, বই খোজা যাবে।
এটা আসলে এন্ড্রয়েড ২.১ ট্যাবলেট। এইচপি এর বিস্তারিত জানায়নি তবে এটা জানা গেছে প্রিন্টারের দাম ৪০০ ডলার।
No comments:
Post a Comment