ভিসিডি থেকে ডিভিডি, তারপর ব্লু-রে, এগুলি যারা ব্যবহার করেন তারা অনেকসময়ই সমস্যা বোধ করেন সহজ একটি সফটঅয়্যারের যা ব্যবহার করে নিজেই পছন্দমত ভিডিও এডিট এর কাজ করে নেয়া যাবে। দেখা যায় এডিটিং সফটঅয়্যারগুলিতে প্রয়োজনীয় সুবিধে নেই, অথবা সাধারনভাবে প্রয়োজন হয়না এমন বিষয় দিয়ে জটিল করে ফেলা হয়েছে। ম্যাজিক্স এর ভিডিও ইজি এইচডি সেক্ষেত্রে ভাল সমাধান। যারা একেবারেই নতুন তারাও এথেকে মুহুর্তে টেম্পলেট, বাটন ব্যবহার করে উন্নতমানের ভিডিও পাবেন। কিংবা পুরনো এনালগ ভিডিও রেকর্ড করে রাখবেন।
পুরস্কার পাওয়া এই সফটঅয়্যারের নতুন ভার্শনে নতুন ভিডিও ইফেক্ট টেম্পলেট, ট্রানজিশন, আরো অডিও এডিটিং টুল যোগ করা হয়েছে এবং ব্লুরে ছাড়াও সরাসরি ইউটিউবসহ ইন্টারনেটের অন্যান্য সাইটে ব্যবহারের জন্য ফরম্যাট সাপোর্ট আনা হয়েছে।
অনেকেই বলে থাকেন এটা বিশ্বের সবচেয়ে সহজ ভিডিও এডিটিং সফটঅয়্যার। এর দাম ৪০ ডলার। নতুন ভার্শন পাওয়া যাবে এমাসেই শেষদিকে।
No comments:
Post a Comment