September 3, 2010

সনি রিডারে নতুন ই-ইংক, টাচস্ক্রিন Sony updates Readers with touchscreens

ই-বুক রিডারের ক্ষেত্রে এখন প্রবল প্রতিদ্বন্দিতা চলছে সেটা অনুমান করতেই পারেন। প্রায় প্রতিদিনই নতুন নতুন ট্যাবলেট হুমকি দিচ্ছে প্রচলিত ই-বুক রিডারকে। আমাজন এবং অন্যান্যরা তাদের ই-বুক রিডারকে উন্নত করার কথা জানানোর পর এবার সনি জানাচ্ছে তারা তাদের ই-ইংকে টাচ সুবিধে যোগ করছে। এছাড়া ২ গিগাবাইট ইন্টারনাল ষ্টোরেজের সাথে এসডি কার্ড ব্যবহারের সুযোগ আনছে। সাধারন এসডি কিংবা সনির মেমোরী ষ্টিক দুধরনের কার্ডই ব্যবহার করা যাবে।
টাচ এডিসন, ডেইলি এডিসন এবং পকেট এডিসন নামে তাদের ৩টি মডেল প্রচলিত। এদের সবগুলিতেই এই সুবিধে যোগ করা হচ্ছে। এদের মধ্যে সবচেয়ে ছোট পকেট এডিসনের স্ক্রিন ৫ ইঞ্চি। এর দাম ১৭৯ ডলার। ৬ ইঞ্চি ডিসপ্লের টাচ এডিসনের দাম ২২৯ ডলার এবং ওয়াই-ফাই সহ ডেইলি এডিসনের দাম ২৯৯ ডলার।

No comments:

Post a Comment