September 3, 2010

সনি ফটোফ্রেমে ভিডিও দেখা যাবে Sony's New Digital Photo Frames

ডিজিটাল ফটোফ্রেমে ছবি রাখা যায়। সেগুলি নিজে থেকে পরিবর্তিত হয়, সাথে মিউজিক শোনা যায়। এরসাথে ভিডিও দেখার ব্যবস্থা যোগ করেছে সনি। তাদের নতুন ৩টি ফটোফ্রেম ব্যবহার করে এই সুবিধে পাওয়া যাবে। একটি মডেল ব্যাটারী থেকে চলবে।
এস-ফ্রেম নামে ডিপিএফ-এক্সআর১০০, ডিপিএফ-ভিআর১০০ মডেলে এভিসি ফরম্যাটের ভিডিও ব্যবহার করা যাবে। আর ডিপিএফ-ডি৮৩০ মডেল সনির প্রথম ফটোফ্রেম যা ব্যাটারী থেকে চলবে। এতে বিল্টইন রিচার্জেবল ব্যাটারী রয়েছে।
১০ ইঞ্চি এবং ৮ ইঞ্চি মাপের ফটোফ্রেমগুলিতে উজ্জ্বল ছবি এবং ভিডিও দেখা যাবে বলে জানানো হয়েছে। এজন্য ডব্লিউএসভিজিএ এলইডি ব্যাকলাইট এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
ডিসপ্লে সাইজ এবং মেমোরী অনুযায়ী এগুলির দাম ৭০ থেকে ১৫০ ডলার। কোন কোনটি এখনই বিক্রি করা হচ্ছে, কোন মডেল বিক্রি শুরু হবে অক্টোবর থেকে।

No comments:

Post a Comment