September 3, 2010

সফটঅয়্যার রপ্তানীতে বাংলাদেশ ব্যাংকের উদ্দ্যোগ

সফটঅয়্যার রপ্তানী করার ক্ষেত্রে সুবিধে দিতে নতুন কিছু নিয়ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংক থেকে আগে অনুমতি না নিয়েই দেশের বাইরে বছরে ১০ হাজার ডলার পর্যন্ত বিনিয়োগ করা যাবে। আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে। অর্থাত আপনার ক্রেতা ক্রেডিট কার্ডে টাকা পরিশোধ করলে ব্যাংকের মাধ্যমে সেটা আপনি হাতে পাবেন। এতদিন একাজ করতে হত বিদেশের ব্যাংক ব্যবহার করে।
যে কারনগুলির জন্য টাকা বাইরে পাঠানো যাবে তা হচ্ছে সফটঅয়্যার রেজিষ্ট্রেশন, ডোমেইন রেজিষ্ট্রেশন এবং হোষ্টিং, সার্ভার মেইনটেনেন্স ফি, একাউন্ট ভেরিফিকেশন বা রেমিট্যান্স ফি ইত্যাদি।
তবে আপনি যদি আইফোনের সফটঅয়্যার তৈরী করে এপলের কাছে পাঠাতে চান এবং সেটা বিক্রি হলে টাকা হাতে পেতে চান তাহলে আপাতত সেটা হচ্ছে না। ঘরে বসে সহজে অর্থ উপার্জন জাতিয় ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, থ্রিডি মডেলিং কিংবা পিপিসি/পিটিসি পদ্ধতিতেও কিছু করার সুযোগ পাচ্ছেন না। এই সুবিধে পাওয়ার জন্য প্রথমে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটঅয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সদস্য হতে হবে। তারাই আপনার যন্ত্রপাতি, জনবল এবং অন্যান্য সবকিছু বিবেচনা করে ঠিক করবে আপনি এই সুবিধে পাওয়ার যোগ্য কিনা। কেবলমাত্র তারপরই আপনি ব্যাংক থেকে ১ হাজার ডলার ব্যবহারযোগ্য ক্রেডিট কার্ড হাতে পাবেন।

No comments:

Post a Comment