September 3, 2010

৩এক্স অপটিক্যাল জুমসহ নতুন এক্সাকটি ক্যামেরা Sanyo Xacti PD1

সানিও নতুন এক্সাকটি পিডি১ ক্যামেরা ১০ মেগাপিক্সেল ষ্টিল ছবির পাশাপাশি ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। তবে নতুন খবর হচ্ছে এতে ৩এক্স অপটিক্যাল জুম লেন্স রয়েছে। প্রায় মোবাইল ফোনের  আকারের এই ডুয়াল ক্যামেরায় রয়েছে বিল্টইন ইউএসবি, আই-ফাই মেমোরী কার্ড সাপোর্ট এবং সরাসরি ইউটিউবে পাঠানোর উপযোগি ভিডিও ফরম্যাট।
এতে নতুন ধরনের এসডিএক্সসি কার্ড সাপোর্ট রয়েছে। এমপেগ-৪ এভিসি/এইচ.২৬৪ কোডেক ব্যবহার করে ৩২ গিগাবাইট যায়গায় ৫ ঘন্টার বেশি ভিডিও রেকর্ড করা যাবে। ব্যাটারীর এক চার্জে ১৭০টি ছবি উঠানো যাবে। এর লিথিয়াম আয়ন ব্যাটারী চার্জ করা যাবে ইউএসবি পোর্ট থেকেও।
এর ডিসপ্লে ২ ইঞ্চি। অন্যান্যদের মধ্যে রয়েছে মিনি এইচডিএমআই পোর্ট। কালো এবং লাল দুটি রঙে এই ক্যামেরা কিনতে পাওয়া যাবে সেপ্টেম্বর থেকেই। দাম ১৬৯ ইউরো।

No comments:

Post a Comment