সহজে ইন্টারনেটে ব্যবহারযোগ্য ভিডিও রেকর্ডের জন্য নতুন দুটি পকেট ক্যামেরার ঘোষনা দিয়েছে সনি। ব্লগি-টাচ নামের এই ক্যামেরায় ফুল হাই ডেফিনিশন ভিডিও যেমন করা যাবে তেমনি ১২.৮ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে। ক্যামেরার সবকিছু নিয়ন্ত্রন করা যাবে এর টাচস্ক্রিন থেকে।
ক্যামেরাটির গড়ন একেবারেই সরল। নামমাত্র বাটন রয়েছে। একই সময়ে ষ্টিলছবি এবং ভিডিও রেকর্ড করা যাবে। এতে এফ২.৮ ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে, সাথে ৪এক্স ডিজিটাল জুম এবং অটোফোকাস। উন্নতমানের এক্সমোর সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া ষ্টেডিশট ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, ফেস ডিটেকশন, বিল্টইন ইউএসবি এবং এইচডিএমআই পোর্ট রয়েছে।
দুটি মডেলের জন্য মেমোরী যথাক্রমে ৮ অথবা এবং গিগাবাইট। দাম ২০০ এবং ১৮০ ডলার। বাজারে পাওয়া যাবে অক্টোবর থেকে।
No comments:
Post a Comment