মাইক্রোসফট জানিয়েছে তাদের উইন্ডোজ ফোন ৭ তৈরী হয়ে গেছে এবং হ্যান্ডসেট নির্মাতাদের কাছে দেয়া হয়েছে। এখন তাদের দায়িত্ব একে তাদের আগামী সেটে ব্যবহার করা। রিলিজ টু ম্যানুফ্যাকচারার (আরটিএম) ভার্শন রিলিজ দেয়ার পরও ডেভেলপমেন্টের আরো কাজ করা হবে বলে জানিয়েছে তারা।
মাইক্রোসফটের বক্তব্য অনযায়ী উইন্ডোজ ফোন ৭ সবচেয়ে বেশি পরীক্ষা-নীরিক্ষা করে তৈরী মোবাইল প্লাটফর্ম। পরীক্ষার বর্ননাও তারা দিয়েছে। একাজে ৫ লক্ষ ঘন্টার বেশি সেলফ হোষ্টিং, ৩৫ লক্ষ ঘন্টার বেশি ষ্ট্রেস ৮৫ লক্ষের বেশি ঘন্টা অটোমেটেড টেষ্ট করা হয়েছে। হাজার হাজার সফটঅয়্যার নির্মাতা একাজে সহায়তা করেছেন।
মনে হচ্ছে উইন্ডোজ ফোন ৭ নিয়ে সবকিছু মাইক্রোসফটের পরিকল্পনা মতই চলছে। তাদের জন্য এটা খুবই জরুরী, কারন মোবাইল ফোনের ক্ষেত্রে কিছু করে দেখানোর এটাই শেষ সুযোগ তাদের।
No comments:
Post a Comment