মাইক্রোসফট জানিয়েছে তাদের নতুন গেম হালো প্রথমদিনে ২০ কোটি ডলারের বেশি বিক্রি হয়েছে। তাদের জনপ্রিয় হালো সিরিজের সবশেষ ভার্শন এই গেম। গত ৯ বছরে তারা এই গেমের প্রায় সাড়ে ৩ কোটি কপি বিক্রি করেছে। আয় করেছে প্রায় ২০০ কোটি ডলার।
গেমের বেসিক ভার্শনের দাম ৬০ ডলার। স্পেশাল এডিশন ৮০ এবং ২৫০ ডলার। মাইক্রোসফট তাদের গেম কনসোল এক্সবক্স সহ এই গেম বিক্রি করছে ৪০০ ডলারে। সাধারনভাবে এক্সবক্স এর দাম ২০০ থেকে ৩০০ ডলার।
খবরটি এমন সময় প্রকাশ পেল যখন সব গেম নির্মাতারা তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত। ৬ হাজার কোটি ডলারের এই ব্যবসার এখন খারাপ সময় চলছে। গতমাসে আমেরিকায় গেমের বিক্রি গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। এই খবর সবাইকেই উৎসাহিত করবে সন্দেহ নেই।
মাইক্রোসফট অল্পদিনেই মধ্যেই কাইনেক্ট নামে ফুল বডি-মোশন সেন্সর সহ গেম কনসোল আনতে যাচ্ছে। নভেম্বরের ৪ তারিখে বিক্রি শুরু হওয়ার কথা। এদিকে নিনটেনডো ছোট আকারের হাতে ধরে খেলার উপযোগি থ্রিডি গেম ডিভাইস আনছে যেখানে চশমা ছাড়াই থ্রিডি দেখা যাবে।
No comments:
Post a Comment