September 16, 2010

নোকিয়ার এস৪০ ভিত্তিক সি৩-০১ টাচ এন্ড টাইপ Nokia C3-01 Touch and Type

মোবাইল প্লাটফর্ম হিসেবে অন্যরা যত উন্নতিই করুন, নোকিয়া এস৪০ কে হাতছাড়া করছে না। এই অপারেটিং সিষ্টেমের নতুন ফোন সি৩-০১ সেকথাই প্রকাশ করে। তাদের ৬৭০০ ক্লাসিকের মত ষ্টেইনলেস ষ্টিলের এই হ্যান্ডসেটে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, থ্রিজি এবং ওয়াইফাই।
এর ২.৪ ইঞ্চি ডিসপ্লে টাচস্ক্রিন। সাথে সাধারন কিপ্যাডও রয়েছে। সাধারনমানের ফোনের মধ্যে কানেকটিভিটির দিক থেকে এই ফোন অনেকটা এগিয়ে। জিএসএম/জিপিআরএস/এজ ছাড়াও ওয়াইফাই এবং থ্রিজি (এইচএসপিএ) রয়েছে। সেইসাথে টুইটার, ফেসবুক ইত্যাদি ব্যবহারের ব্যবস্থা এবং নোকিয়া মেসেজিং এবং ইমেইল।
পাতলা আকারের ষ্টাইলিস এই সেট বাজারে পাওয়া যাবে বছরের চতুর্থভাগে কোন একসময়। দাম ১৯০ ডলার।

No comments:

Post a Comment