September 16, 2010

বিশ্বের প্রথম থ্যিডি মাল্টিটাচ অল-ইন-ওয়ান পিসি এনেছে এমএসআই Wind Top AE2420 : world’s first 3D multi-touch all-in-one PC

গত এপ্রিলে এনইসি ঘোষনা দিয়েছিল তারা থ্রিডি অল-ইন-ওয়ান ডেস্কটপ পিসি আনতে যাচ্ছে। তাদের আশা ছিল তারাই একাজ প্রথম করতে যাচ্ছে। কিন্তু তাদের আগেই কাজটি করে দেখিয়েছে এমএসআই। তাদের উইন্ড টপ এ-ই২৪২০ থ্রিডি এআইও বাজারে এনে। ডেস্কটপ পিসিতে টাচস্ক্রিন ডিসপ্লে, ইউএসবি ৩.০ ইত্যাদি আনার ক্ষেত্রেও তারাই প্রথম।
এর প্রধান আকর্ষন অবশ্যই এর ডিসপ্লে। ২৪ ইঞ্চি, ফুল এইচডি, মাল্টিটাচ, ১২০ হার্টজ এলইডি প্যানেল। এরসাথে ব্যবহারের জন্য অয়্যারলেস একটিভ সাটার গ্লাস রয়েছে। এতে ২ডি-৩ডি কনভার্শনের ব্যবস্থা রয়েছে।
অন্য সবকিছুর মধ্যে রয়েছে ইন্টেল কোরআই৫/আই৭ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যামসহ ডিরেক্টএক্স ১১ সাপোর্টেড এটিআই মোবিলিটি রেডঅন এইচডি ৫৭৩০, ৪ গিগাবাইট র‌্যাম, ১ টেরাবাইট সাটা-২ হার্ডডিস্ক, ব্লুরে ড্রাইভ।
অডিওর ক্ষেত্রে রয়েছে ২.১ চ্যানেল সারাউন্ড সাউন্ড, সাথে দুটি ৫ ওয়াট চ্যানেল স্পিকার এবং ১০ ওয়াট সাবউফার। এতে টিএইচএক্স ট্রু-স্টুডিও প্রো প্রযুক্তিতে ৭.১ সারাউন্ড সাউন্ড পাওয়া যাবে।
কানেকটিভিটির দিকে রয়েছে ৬ ইন ১ কার্ড রিডার, এইচডিএমআই ইনপুট, ভিডিএ আউটপুট, ই-সাটা পোর্ট, ওয়াইফাই বি/জি/এন এবং ৬টি ইউএসবি। এদের মধ্যে ২টি ইউএসবি ৩.০।
এছাড়াও অয়্যারলেস কিবোর্ড এবং উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম ৬৪ বিট এর কপি দেয়া হবে।
সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে আমেরিকায় বিক্রি শুরু হবে। দাম ১৮০০ ডলার।

No comments:

Post a Comment