September 10, 2010

গুগলের থেকে ফেসবুকের ব্যবহার বেশি Facebook past Google for Web uses

ইন্টারনেট ব্যবহারকারীরা যত সময় গুগল ব্যবহার করে সার্চ করে তারচেয়েও বেশি সময় ব্যয় করে ফেসবুকে। কম-স্কোর এর নতুন এক পরিসংখ্যানে একথা বলা হয়েছে।
গত আগষ্টে মানুষ ফেসবুকে সময় কাটিয়েছে ৪ কোটি ১১ লক্ষ মিনিট। মোট ইন্টারনেট ব্যবহারের ৯.৯ শতাংশ। অন্যদিকে একই সময়ে গুগল ব্যভহার করা হয়েছে ৩ কোটি ৯৮ লক্ষ মিনিট, মোট ব্যবহারের ৯.৬ ভাগ। গুগলের হিসেবে সার্চ থেকে শুরু করে ইউটিউব, জিমেইল, গুগল নিউজ ইত্যাদির হিসেবও রয়েছে।
একই সময়ে ইয়াহু ব্যবহার করা হয়েছে ৩ কোটি ৭৭ লক্ষ মিনিট (৯.১ ভাগ) এবারই প্রথম ফেসবুক ইয়াহুকে ছাড়িয়ে গেছে। গতবছর একই সময়ে ফেসবুকের ব্যবহার ছিল ৫ শতাংশের কম যখন ইয়াহুর ব্যবহার ছিল ১২ শতাংশ।
বিভিন্ন ওয়েব সার্ভার এবং ২০ লক্ষ ব্যবহারকারীর তথ্য থেকে এই রিপোর্ট তৈরী করা হয়েছে। এতে একটা বিষয় বেরিয়ে এসেছে, মানুষ ছবি আপলোড করা, মেসেজ আপডেট করা, বন্ধুদের সাথে যোগাযোগ করা ইত্যাদি কাজ উল্লেখযোগ্য পরিমানে বৃদ্ধি পেয়েছে।

No comments:

Post a Comment