ক্যানন তাদের পাওয়ারশট এস৯০ এর আপডেটেড মডেল এস৯৫ বাজারে এনেছে। ক্যানন সাধারনভাবে প্রতিটি মডেলেই মেগাপিক্সেল বাড়ানোর যে চেষ্টা চালিয়ে এসেছে এটা তারথেকে ব্যতিক্রম। আগের একই ১০ মেগাপিক্সেল সেন্সর রাখা হয়েছে এতে।
সবচেয়ে বড় পরিবর্তন এতে ষ্টেরিও সাউন্ডসহ ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সুবিধে যোগ করা। ফ্রেম রেট ২৪। এইব.২৬৪ কম্প্রেশন ব্যবহৃত হবে।
ক্যামেরার আকার এবং গড়ন আগের মতই। পকেটে রাখার মত ছোট। বরং আগের থেকেও আকারে সামান্য ছোট, সেইসাথে ওজন সামান্য বেশি।
এতে মিনি এইচডিএমআই পোর্ট রয়েছে টিভির সাথে কানেক্ট করার জন্য। এছাড়া নতুন এসডিএক্সসি কার্ড সাপোর্ট যোগ করা হয়েছে।
এছাড়া অন্য সবকিছু আগের মডেলের মতই রাখা হয়েছে। ষ্ট্যাবিলাইজড ৩.৮এক্স জুম (২৮-১০৫ মিমি), উজ্জ্বল এফ/২.০ এপারচার, ২৮ মিমি ওয়াইড, ৩ ইঞ্চি এলসিডি স্ক্রিন, ৫-মোড ফ্লাশ, আইএসও ৮০ থেকে ৩২০০। রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারী।
ক্যামেরাটি বাজারে ছাড়া হয়েছে আগষ্ট ২০১০-এ। এর দাম ৪০০ ডলার। আগের মডেল থেকে কিছু কম।
No comments:
Post a Comment