September 9, 2010

এক্সপি ব্যবহার বন্ধ করে দিচ্ছে ডেল Dell stops offering XP

আপনি কি এখনো উইন্ডোজ এক্সপি ব্যবহার করছেন ?
হয়ত অস্বাভাবিক না। বিশ্বের এখনও শীর্ষস্থান দখল করে রেখেছে এই অপারেটিং সিষ্টেম। তারপরও একে বাদ দেয়ার চিন্তা একসময় করতেই হবে। ডেল একেবারে নির্দিষ্ট করে দিয়েছে তাদের অবস্থান। ২২ অক্টোবরের পর তারা কোন কম্পিউটারের সাথে অপারেটিং সিষ্টে হিসেবে এক্সপি দেবে না।
যদিও মাইক্রোসফট জানিয়েছে তারা এক্সপির ড্রাইভার সাপোর্ট দিয়ে যাবে ২০১২ এর ডিসেম্বর পর্যন্ত। সাধারন ব্যবহারকারীর জন্য বিষয়টি দাড়াচ্ছে, কেউ যদি এক্সপি অপারেটিং সিষ্টেম সহ ডেল কম্পিউটার কিনতে চান তাহলে কিনতে হবে এই সময়ের মধ্যেই।

No comments:

Post a Comment