September 10, 2010

ভিডিও গেমের বিক্রি কমেছে Video game sales drop 10 percent in August

আইটি বাজারে খারাপ অবস্থা দেখা দিলেও ভিডিও গেমের ব্যবসা সবসময় এর বাইরে থাকে। গত আগষ্টের বিক্রির অবস্থা এই পরিচিত চিত্রের একেবারে বিপরীত। গত ৪ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌছেছে ভিডিও গেমের বিক্রি।
এই সময়ে আমেরিকায় ভিডিও গেম থেকে আয় হয়েছে ৮১ কোটি ডলার, আগের বছর থেকে ১০ ভাগ কম। বছরের শুরু থেকে এখন পর্যন্ত আয় ৮৩৭ কোটি ডলার যা মন্দার বছর বলে পরিচিত ২০০৯ এর সমান।
ভিডিও গেম সফটঅয়্যার বিক্রি থেকে আয় ৪০ কোটি ডলার, আগের বছর থেকে ১৪ ভাগ কম। এই সময়ে সবচেয়ে বেশি ব্যবসা করেছে এনএফএল ১১। বিক্রি হয়েছে ১৮০ কোটি ডলারের।
ভিডিও গেম হার্ডঅয়্যারের ক্ষেত্রে বিক্রি কমেছে শতকরা ৫ ভাগ। মাইক্রোসফটের এক্সবক্স ৩৬০ বিক্রির তালিকায় শীর্ষে রয়েছে পরপর তৃতীয় মাসের মত। তাদের বিক্রির সংখ্যা ৩৫৬৭০০ টি কনসোল। সবচেয়ে খারাপ অবস্থা দেখছে নিনটেনডো। ২০০৬ এর পর এটাই তাদের সবচেয়ে কম বিক্রি। সংখ্যার হিসেবে ২৪৪৩০০ টি।
এনপিডি গ্রুপ তাদের বাজার পর্যবেক্ষন থেকে এই তথ্য জানিয়েছে।

No comments:

Post a Comment