September 14, 2010

ক্যানন পাওয়ারশট এসএক্স ৩০ আইএস Canon Powershot SX30 IS

ক্যানন পাওয়ারশট এসএক্স২০ আইএস অত্যন্ত জনপ্রিয় সুপারজুম ক্যামেরা। তার উত্তরসুরী এসএক্স৩০। তবে এই সাদামাটা বর্ননা যথেষ্ট না এই নতুন ক্যামেরার জন্য। এতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি ৩৫এক্স জুম (২৪-৮৪০মিমি)। সবধরনের ম্যানুয়েল কন্ট্রোল, এইচডি মুভি রেকর্ডিং, ২.৭ ইঞ্চি ভেরি-এঙ্গেল এলসিডি, এসবিএক্স/আই-ফাই সাপোর্ট সবকিছুই দৃষ্টি আকর্ষন করার জন্য যথেষ্ট।
ডিজিক ৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ক্যামেরায়। সেন্সর ১৪.১ মেগাপিক্সেল। উঠানো ছবি থেকে অনায়াসে এ৪+ মাপের ছবি প্রিন্ট করা যাবে। বিশাল জুম রেঞ্জের লেন্সে ভালমানের ছবি পাওয়ার জন্য আলট্রা লো ডিসপারসন (ইউডি) এবং হাই-ডি দুধরনের এলিমেন্ট ব্যবহার করা হয়েছে। সাধারনত ক্যানন তাদের ব্রডকাষ্ট ক্যামেরায় এই লেন্স ব্যবহার করে। এছাড়া এতে আলট্রাসনিক এবং ভয়েস কয়েল মোটর ব্যবহার করা হয়েছে। ফলে ভিডিও রেকর্ড করার সময় জুম করা যাবে নিখুতভাবে। অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন তো রয়েছেই।
৭২০পি ভিডিও রেকর্ড করার সময় পুরো অপটিক্যাল জুম ব্যবহার করা যাবে। জুম ফ্রেমিং এসিস্ট্যান্ট নামে নতুন একটি ফাংশন যোগ করা হয়েছে এই ক্যামেরায়। এর সাহায্যে মুল ফ্রেমের অতিরিক্ত অংশ দেখে সহজে ফ্রেম করা যাবে।
অন্যান্যদের মধ্যে রয়েছে স্মার্ট অটো মোড যা ব্যবহার করে যে কেউ ভালমানের ছবি উঠাতে পারবেন। এইচডি টিভিতে সংযোগ দেয়ার জন্য রয়েছে মিনি এইচডিএমআই পোর্ট।
অক্টোবরের প্রথমদিকে এটা বাজারে পাওয়া যাবে। দাম ৪৩০ ডলার।

No comments:

Post a Comment