September 14, 2010

স্যামসাং এনএক্স-১০০ ক্যামেরার আনুষ্ঠানিক ঘোষনা Samsung NX100 camera now official

স্যামসাং এর মাইক্রো ফোর থার্ড মিররলেস ক্যামেরার আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়েছে। অত্যন্ত জনপ্রিয় এনএক্স-১০ এর পরবর্তী মডেল হিসেবে এটা আসতে যাচ্ছে বাজারে। এতে রয়েছে ১৪.৬ মেগাপিক্সেল এপিএস-সি সিমোস সেন্সর, ৩ ইঞ্চি ভিজিএ-এমোলিড ডিসপ্লে, ৭২০পি এইচডি ভিডিও রেকর্ডিং।
এর আইএসও ১০০ থেকে ৩২০০, বুষ্ট মোডে ৬৪০০ পর্যন্ত। অপশনাল জিওট্যাগিং এর ব্যবস্থা রয়েছে জিপিএস-১০ মডিউল ব্যবহার করে।
আগের মডেল থেকে গঠনে বড় কোন পার্থক্য নেই। আই-ফাংশন নামে একটি বাটন যোগ করা হয়েছে যার সাথে লেন্স রিং ব্যবহার করে খুব সহজে সাটার স্পিড, এপারচার, হোয়াইট ব্যালান্স, আইএসও ইত্যাদি পরিবর্তন করা যাবে।
এরসাথে ব্যবহারের জন্য ৬০মিমি ম্যাক্রো, ১৮-২০০মিমি টেলিফটো, ২০ মিমি প্যানকেক এবং ২০-৫০ মিমি কমপ্যাক্ট জুম লেন্স রয়েছে।
৩টি ভিন্ন ভিন্ন রঙে ক্যামেরাটি বিক্রি হবে। ২০-৫০মিমি কিটলেন্সসহ এর দাম ৫৫০ ডলার। বিক্রির সময় জানানো হয়নি।

No comments:

Post a Comment