September 15, 2010

ক্যানন পাওয়ারশট জি১২ Canon PowerShot G12

ক্যানন তাদের উন্নতমানের পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা পাওয়ারশট জি১১ এর পরবর্তী মডেল পাওয়ারশট জি১২ এর ঘোষনা দিয়েছে। এতে একই ১০ মেগাপিক্সেল সিসিডি সেন্সর রাখা হয়েছে, সাথে একই ডিজিক ৪ প্রসেসর। সেইসাথে আগের ৫এক্স অপটিক্যাল জুমও একই রাখা হয়েছে। সেইসাথে থেকে গেছে আগের এইচডিএমআই ভিডিও পোর্ট।
তাহলে নতুন কি ?
নতুন মডেলে কন্ট্রোল ডায়াল সামনের দিকে। তাদের ইওস ডিজিটাল এসএলআরের মত। ট্রাকিং অটোফোকাস ব্যবস্থা যোগ করা হয়েছে। নতুন ইলেকট্রনিক লেভেল ফাংশন ছবি উঠানোর সময় সোজাভাবে ছবি উঠাতে সাহায্য করবে। এছাড়া ৪:৩, ৩:২, ১৬:৯, ১:১, ৪:৫ ইত্যাদি নানাধরনের এসপেক্ট রেশিও ব্যবহার করা যাবে।
আরেকটি সংযোজন ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং। সাথে ষ্টেরিও সাউন্ড। এছাড়া এইচডিআর শ্যুটিং মোড যোগ করা হয়েছে। ৩টি ছবিকে একসাথে করে একটি ভালমানের ছবি পাওয়া যাবে এই ব্যবস্থায়।
অক্টোবরের প্রথমদিকে এই ক্যামেরা বাজারে পাওয়া যাবে। দাম ৫০০ ডলার।

No comments:

Post a Comment