August 12, 2010

ভিসতাকে ছাড়িয়ে গেছে উইন্ডোজ ৭, শীর্ষে এক্সপি Windows 7 passes Vista

অবশেষে ভিসতাকে পেছনে ফেলতে সমর্থ হয়েছে উইন্ডোজ ৭। প্রায় বছরখানেক সময় লেগেছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিষ্টেমের এই অবস্থানে পৌছুতে। সাম্প্রতিক জড়িপে ভিসতার ব্যবহারকারী শতকরা ১৮.১ ভাগ, আর উইন্ডোজ ৭ এর ১৯.১ ভাগ। ৫৬ ভাগ শেয়ার নিয়ে এক্সপি অন্য সব অপারেটিং সিষ্টেমের ধরাছোয়ার বাইরে।
মোবাইল ফোনের ক্ষেত্রে লিনাক্স ভাল অবস্থানে থাকতে পারে, ডেস্কটপে তাদের অবস্থান মোটেই সুবিধের না। কখনোই শতকরা ১ ভাগের উপরে যেতে পারছে না। ম্যাক অপারেটিং সিষ্টেমও উল্লেখ করার মত অবস্থানে নেই। গত এপ্রিলে সর্বোচ্চ ৫.৯ অবস্থান থেকে নেমে বর্তমানে ৪.৬ ভাগে এসে দাড়িয়েছে।
সবমিলিয়ে মাইক্রোসফটের অবশ্য মাথা ঘামানোর কোন প্রয়োজন নেই। মোট ব্যবহারকারীদের ৯৩.৫ ভাগ তাদের কোন না কোন অপারেটিং সিষ্টেম ব্যবহার করেন। এদের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে উইন্ডোজ ৭ এর ব্যবহার।

No comments:

Post a Comment