August 11, 2010

এন্ড্রয়েড ফোনে ট্রোজান ভাইরাস First SMS-sending Android Trojan reported

এন্ড্রয়েড ভিত্তিক মোবাইল ফোনে ট্রোজান ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। ফোন ব্যবহার করে সবচেয়ে বেশি রেটে মেসেজ পাঠিয়ে ব্যবহারকারীর খরচ বাড়িয়ে দিতে পারে এই ভাইরাস। প্রথমে একটি মিডিয়া প্লেয়ার ইনষ্টল করতে বলে এটা। ইনষ্টল করলে তারসাথে অবস্থান করে ১৩ কিলোবাইটের সামান্য বড় আকারের এই ভাইরাস। তারপর মেসেজ পাঠাতে শুরু করে।
এন্ড্রয়েড এর কোন সফটঅয়্যার ইনষ্টল করার সময় বেশকিছু বিষয়ে অনুমতি দিতে হয়। Trojan-SMS.AndroidOS.FakePlayer.a নামের এই ভাইরাস সব কাজই সেভাবেই। সেইসাথে একথাও জানিয়ে দেয়, সার্ভিসের জন্য টাকা খরচ হবে। একই সময়ে ফোনের তথ্য সংগ্রহ করে অথবা মুছে দেয়। একথা জানিয়ে ক্যাসপারস্কি। তারা এটা নিয়ে গবেষনা করছে।
জানা গেছে ভাইরাসটি পাওয়া গেছে রাশিয়ার এবং শুধুমাত্র রাশিয়ার নেটওয়ার্কে কাজ করে। কাজেই রাশিয়ার বাইরে অবস্থানকারীরা আপাতত নিরাপদ। এবিষয়ে ক্যাসপারস্কির বক্তব্য, সেটিং পরীক্ষা দেখুন মিডিয়া প্লেয়ার যেন নিজে থেকে এসএমএস না পাঠায়। আর শুধুমাত্র পরীক্ষিত যায়গা থেকে নেয়া সফটঅয়্যার ইনষ্টল করুন।

No comments:

Post a Comment