August 11, 2010

এডবি লাইটরুম, ক্যামেরা-র এবং ডিএনজি রিলিজ ক্যান্ডিডেট Adobe Lightroom, Camera Raw, DNG Converter release candidates

এডবি তাদের লাইটরুম, ক্যামেরা-র এবং ডিএনজি কনভার্টারের নতুন ভার্শনের রিলিজ ক্যান্ডিডেট ডাউনলোডের জন্য দিয়েছে। লাইটরুমের ভার্শন ৩.২ (৩.১ বলে কিছু নেই), ক্যামেরা র এর ভার্শন ৬.২। লাইটরুমে বেশকিছু উল্লেখযোগ্য সমস্যা দুর করা হয়েছে। আর ক্যামেরা-র তে অনেকগুলি নতুন ক্যামেরা সাপোর্ট যোগ করা হয়েছে।
বিস্তারিত জানা কিংবা ডাউনলোডের জন্য ভিডিট করুন এডবি ল্যাবে

No comments:

Post a Comment