August 11, 2010

ট্যামরন এসপি ৭০-৩০০ মিমি ভিসি ইউএসডি Tamron SP 70-300mm F/4-5.6 Di VC USD

ইমেজ ষ্ট্যাবিলাইজেশন (ভাইব্রেশন কমপেনশেসন বা ভিসি) এবং আলট্রাসনিক অটোফোকাস ড্রাইভ সহ ৭০-৩০০ মিমি জুম লেন্স বাজারে আনছে ট্যামরন। ২৬ আগষ্ট থেকে নাইকনের জন্য এই লেন্স পাওয়া যাবে, কানন এবং সনির জন্য পাওয়া যাবে আরো পরে। ফুল ফ্রেম এবং এপিএস-সি সেন্সরের ক্যামেরায় ব্যবহার করা যাবে এই লেন্স। জুম রেঞ্জ ১০৯-৪৬৫ মিমি।
এর এক্সট্রা লো ডিসপারসন থেকে যেমন উচুমানের ছবি পাওয়া যাবে তেমনি ট্যামরনের নিজস্ব আলট্রাসনিক সাইলেন্ট ড্রাইভ কাজ করবে নিঃশব্দে।
লেন্সের এপারচার এফ/৪ ৫.৬, সবচেয়ে কম এফ/৩২-৪৫। ১৭ এলিমেন্ট ১২ গ্রুপে লেন্সটি তৈরী। সবচেয়ে কাছে ৫৯.১ ইঞ্চি দুরত্বে ফোকাস করা যাবে। লেন্সের দৈর্ঘ্য ৫.৬ ইঞ্চি এবং ওজন ২৭ আউন্স।
এর দাম হবে ৩৫০ ডলারের কাছাকাছি।

No comments:

Post a Comment