ফুজিফিল্ম জানিয়েছে তারা তাদের সেনসিয়া স্লাইড ফিল্ম তৈরী বন্ধ করে দিচ্ছে। ১০০, ২০০ এব১ ৪০০ এএসএ ফিল্ম আর তৈরী করা হবে না। তবে যেগুলি দোকানে রয়েছে, যেগুলি বিক্রি হয়েছে এবং প্রসেসিং এর অপেক্ষায় রয়েছে সেগুলি ব্যবহার করা পর্যন্ত সেবা চালু থাকবে। ফুজিফিল্মের প্রোডাক্ট ম্যানেজার গ্যাব্রিয়েল ডি কষ্টা বলেছেন চাহিদা কমে যাওয়া এবং তৈরীর খরচ বেড়ে যাওয়া এই সিদ্ধান্তের কারন।
বৃটেন এবং অনেক যায়গায় তাদের যে ষ্টক রয়েছে তাতে এবছর পুরোটাই ব্যবহার করা সম্ভব। তারপরও যারা ফিল্মে ছবি উঠান তাদের জন্য এটা বড় ধরনের দুঃসংবাদ। ডিজিটাল ক্যামেরা যত উন্নতিই করুন, সকলেই স্বীকার করেন এখনও তা ফিল্মের মানে পৌছেনি।
অবশ্য সেনসিয়া বন্ধ করলেও তাদের অন্যান্য ফিল্ম যেমন ই৬, সি৪১, আরএ৪ এবং সাদাকালো ফিল্ম বন্ধ করার কোন পরিকল্পনা তাদের নেই।
No comments:
Post a Comment