শীর্ষ ধনী দেশগুলির তালিকায় ২২ নম্বরে যাচ্ছে বাংলাদেশ। আউটসোর্সিং শিল্প থেকে ২০২০ সালনাগাদ বছরে ২ হাজার কোটি ডলার আয় হবে। কলসেন্টার এবং আউটসোর্সিং শিল্পে পোষাক খাতের পর সবচেয়ে বেশি জনশক্তি ব্যবহৃত হবে। ফলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২২তম ধনী রাষ্ট্র।
এরিকশন আয়োজিত লাইফ ইন-২০২০ নামের প্রতিযোগিতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে একথা বলেছেন টেলিযোগাযোগ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।
তার বক্তব্যকে আমরা স্বাগত জানাই। আশা করি এক্ষেত্রে বাধাগুলি কি তা জানার চেষ্টা করবেন এবং প্রথম পদক্ষেপ হিসেবে পে-পল এর মত সেবা চালু করার উদ্দ্যোগ নেবেন যেন ব্যক্তিগতভাবে আগ্রহিরা এতে ভুমিকা রাখতে পারেন।
No comments:
Post a Comment