ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয় ব্লাকবেরির কানাডিয় নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) যদি তাদের সেট ব্যবহার করে করা ইমেইল এবং মেসেজিং এর তথ্য তাদের কাছে না দেয় তাহলে ৩১ আগষ্ট থেকে ব্লাকবেরির সেবা বন্ধ করে দেয়া হবে। এর আগে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এধরনের পদক্ষেপ নিয়েছে।
ব্লকবেরি সেটের বৈশিষ্ট হচ্ছে এতে পাঠানো ইমেইল বা এসএমএস এনক্রিপ্ট করা থাকে ফলে অন্য কারো পক্ষে তথ্য বের করা সম্ভব হয় না, যতক্ষন না তারা নিজেরা তার অর্থ বের করে দেয়। উল্লেখিত দেশগুলির বক্তব্য এর মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড চালানো হতে পারে।
২০০৮ সালে নভেম্বরে ১০জন সশস্ত্র সন্ত্রাসী মুস্বাইয়ে হামলা চালিয়েছিল। ভারতীয় নিরাপত্ত বিভাগের বক্তব্য তখন তারা মোবাইল সেট ব্যবহার করে পাকিস্তানে তাদের সহযোগিদের সাথে যোগাযোগ করেছিল।
এবিষয়ে রিম তাৎক্ষনিকভাবে কিছু জানায়নি।
No comments:
Post a Comment