August 13, 2010

ফায়ারফক্স নতুন ভার্শনে মাল্টিটাচ Firefox 4 Beta 3 with multitouch

ইন্টারনেট ব্রাউজারের কাছে সবসময়ই নতুন কিছু আশা করবেন এটাই স্বাভাবিক। কিন্তু মোজিলা তাদের ফায়ারফক্সে যা দেখিয়েছে তা আশার থেকেও বেশি। তাদের ফায়ারফক্স ৪ বেটা ৩ ভার্শনে মাল্টিটাচ ব্যবস্থা রয়েছে। এর ডেমো ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে সাধারন ওয়েব পেজ থেকে (এইচটিএমএল৫, সিএসএস৩, জাভাস্ক্রিপ্ট সহ যে কোন ধরনের ওয়েব পেজ) ছবিকে টেনে বড় করা যায়।
তাদের ওয়েবসাইট থেকে সফটঅয়্যার ডাউনলোড করতে পারেন। তবে সমস্যা একটিই, বাজারে এখনো মাল্টিটাচ ডেস্কটপ স্ক্রিনের প্রচলন হয়নি।
বড় স্ক্রীনের মোবাইল ফোনের জন্য মাল্টিটাচ ফিচার কার্যকরী হবে এতে কোন সন্দেহ নেই। আপাতত এটা অপারেটিং সিষ্টেম ৭ সাপোর্ট করে।

No comments:

Post a Comment