August 13, 2010

ক্যামেরার সাথে প্রোজেক্টর Ordro HDV-D350S camcorder with pico projector

শখ করে ক্যামেরার সাথে কিছু যোগ করার কথা বলা হচ্ছে না, বরং সত্যিকারের কাজের কথা ভাবুন। অরড্রো এর নতুন ভিডিও ক্যামেরার অন্য সবকিছুর সাথে রয়েছে রীতিমত প্রজেক্টর। ক্যামেরা ব্যবহার করেই দেয়ালে ফেলে বড় আকারের ছবি দেখুন। এক্সটারনাল ফ্লাশের মত এই প্রজেক্টর প্রয়োজনের সময় লাগানো যাবে, অন্যসময় খুলে রাখা যাবে।
পিকো প্রজেক্টর নামের এই প্রজেক্টরে ডব্লিউভিজিএ রেজ্যুলুশন কাজ করবে। উজ্জ্বলতা ১৫ লুমেন।
মুল ক্যামেরা দেখা যাক। কোনদিকেই পিছিয়ে নেই অন্যদের থেকে। ১০ মেগাপিক্সেল সিমোস সেন্সর, ১০৮০পি ফুল হাই ডেফিনিশন ভিডিও (৬০ ফ্রেম/সে) রেকর্ডিং সুবিধে। ১২৮ মেগাবাইট বিল্টইন মেমোরী, এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহারের সুযোগ, বিল্ট-ইন মাইক্রোফোন, স্পিকার ইত্যাদি।
৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লের এই ক্যামেরার অপটিক্যাল জুম ১০এক্স, ডিজিটাল জুম ৪০ এক্স। কানেকটিভিটি হিসেবে ইউএসবি, এইচডিএমআই ইত্যাদি রয়েছে। এর দাম ৫৫০ ডলার।

No comments:

Post a Comment