চিকিৎসা বিজ্ঞানীরা নতুন এক ব্যকটেরিয়া সম্পর্কে বিশ্ববাসিকে শতর্ক করে জানিয়েছেন নতুন সন্ধান পাওয়া এই ব্যাকটেরিয়া কোন এন্টিবায়োটিকে প্রতিরোধ করা যায় না। মুলত ভারত এবং পাকিস্তানে এর অস্তিত্ব থাকলেও বিশ্বব্যাপি এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যে বৃটেন, কানাডা, অষ্ট্রেলিয়া, নেদারল্যান্ড সহ বেশকিছু দেশে এর অস্তিত্ব পাওয়া গেছে। বৃটেনে অন্তত ৫০ জনের এই ভাইরাস পাওয়া গেছে। সন্ধান পাওয়া গেছে বাংলাদেশেও।
বিজ্ঞানীরা বলছেন অন্যান্য ব্যাকটেরিয়া যেভাবে তৈরী তারথেকে এটি একেবারেই আলাদা। ফলে এরজন্য এন্টিবায়োটিক তৈরী করা কঠিন। অন্তত আপাতত সেটা মানুষের সাধ্যের বাইরে। কিছু এন্টিবায়োটিকে কিছুটা সুফল পেলেও ব্যাকটেরিয়া খুব দ্রুত সেটা সামলে ওঠে। অন্য সব এন্টিবায়োটিক ব্যর্থ হলে যে কার্বোপেনেম ব্যবহার করা হয় সেটাও এক্ষেত্রে অকার্যকর।
এতে আক্রান্ত হলে লক্ষন দেখে সহজে জানার কোন পদ্ধতি নেই। এর ফলে শ্বাসনালী কিংবা প্রস্রাবের পথে ক্ষত সৃষ্টি হতে পারে। বৃটেনে এই রোগ একজন থেকে আরেকজনের শরীরে যাওয়ার প্রমান পাওয়া গেছে।
এর আগে কোন ব্যাকটেরিয়ার কাছে মানুষ এতটা অসহায় হয়নি। এর নাম দিয়েছেন নিউ দিল্লি মেটালো-১ (এনডিএম) সুপারবাগ।
উল্লেখ করা যেতে পারে অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যাবহারে শরীরে এন্টিবায়োটিকের কর্মক্ষমতা কমে যায়। এতে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়।
যারা আক্রান্ত হয়েছেন তাদের বড় একটি অংশ কসমেটিক সার্জারী বলে পরিচিত সৌন্দর্যবৃদ্ধির অপারেশন করিয়েছিলেন।
No comments:
Post a Comment