অনলাইনে কেনাকাটা এবং অর্থ লেনদেনের কাজ আরো সহজ করার উদ্দ্যোগের কথা জানিয়েছে পি-পল। পে-পলের প্রেসিডেন্ট স্কট থম্পসন বলেছেন এবছর শেষদিকে তারা ইন্টারনেটের মাধ্যমে অল্প পরিমানের অর্থ গ্রহনের পদ্ধতি সহজ করার লক্ষে কাজ করছেন। বর্তমান ব্যবস্থা সাধারনভাবে পে-পল ব্যবহার করে ইন্টারনেটে অল্প টাকার কিছু কিনলে শুরুতে এর বিপরীতে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয়। ফলে কিছু অর্থ ক্রেডিট কার্ড কোম্পানীর কাছে যায়।
ই-বে এর মালিকানাধীন পে-পল এমন পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে যেখানে টাকা দেবার আগেই ইন্টারনেটে কিছু কেনা যাবে। এরই মধ্যে এধরনের লেনদেনের কাজ তারা করছে। গতবছর ৭১ বিলিয়ন ডলার সমপরিমান লেনদেনের ২ বিলিয়ন ডলার লেনদেন হয়েছে তাদের নিজস্ব ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে। এবছর এরই মধ্যে লেনদেনের পরিমান বেড়েছে।
আগামীতে তাদের পদ্ধতি আরো উন্নত করা হবে বলে জানানো হয়েছে। বর্তমানে কেনাকাটার ,াঝখানে টাকা পরিশোধের কাজটি করতে হয়। একেই আরো উন্নত করার কথা বলেছেন তিনি। তবে ঠিক কি হবে সে ব্যাখ্যা দেননি।
সকলের জন্য কম ব্যয়সাপেক্ষ, একথাই বলেছেন তিনি তার বক্তব্যে।
No comments:
Post a Comment