মাসছয়েক আগে অনেকের আশা ছিল ট্যাবলেট নামের কম্পিউটার এলে কতই না সুবিধে হয়। এইচপির স্লেটে ব্যবহার করা যাবে উইন্ডোজ ৭, কিংবা এপলের আইপ্যাডে ব্যবহার করা যাবে ম্যাক ওএস-এক্স। তাদের হতাস করে এইচপির প্রকল্প বাতিল হয়ে গেছে, আইপ্যাডে ব্যবহার হচ্ছে মোবাইল অপারেটিং সিষ্টেম।
তবে একেবারে হতাস হওয়ার কারন নেই। আক্স লজিকের হেপটিক আসছে। সেখানে ব্যবহার করা যাবে লিনাক্স, উইন্ডোজ কিংবা ম্যাক ওএস।
১০.১ ইঞ্চি রেজিষ্টিভ টাচস্ক্রিন ডিসপ্লের এই ট্যাবলেটে রয়েছে ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ২ গিগাবাইট র্যাম, ৩টি ইউএসবি পোর্ট। একে অনায়াসে কিবোর্ডবিহীন নেটবুক বলতে পারেন। আর সবধরনের অপারেটিং সিষ্টেম ব্যবহারের সুযোগ একে অসাধারন করেছে তাতে সন্দেহ নেই।
সুবিধের দিকে যেমন সব ট্যাবলেটকে ছাড়িয়ে তেমনি দামের দিকেও। অপারেটিং সিষ্টেম বাদেই এর দাম ৭৫০ ডলার।
No comments:
Post a Comment