গুগল এন্ড্রয়েড ভিত্তিক স্মার্টফোনের জন্য ভয়েস একশন সার্ভিস চালু করার কথা ঘোষনা করেছে। একই সময়ে ক্রোম টু ফোন নামে এক্সটেনশন ছাড়ার কথাও জানানো হয়েছে। একে তুলনা করা যেতে পারে আইফোনের ফায়ারফক্স হোম এর সাথে।
এই ব্যবস্থায় ডেস্কটপের ব্রাউজারের হিষ্টরী, বুকমার্ক, ওপেন ট্যাব সবকিছু মোবাইল ফোনের সাথে সিঙ্ক করা যায়। ডাউনলোড করে ক্রোম ফোন এক্সটেনশন ইনষ্টল করলে এতে নতুন একটি বাটন পাওয়া যাবে। এরপর এন্ড্রয়েড মার্কেট থেকে নির্দিষ্ট ক্রোম টু ফোন এপ্লিকেশন ডাউনলোড করবেন। লিংক করার জন্য ফোনের নাম্বার দিয়ে দেবেন।
সমস্যা হচ্ছে বর্তমানে এটা কাজ করে শুধুমাত্র এন্ড্রয়েড ২.২ ফ্রোয়ো এর সাথে। এবং এধরনের ফোন খুব বেশি নেই।
ভয়েস একশন হচ্ছে শুধুমাত্র মুখে নির্দেশ দিয়ে নির্দিষ্ট কিছু কাজ করার ব্যবস্থা। যেমন টেক্সট মেসেজ বা ইমেইল পাঠানো, অপরিচিত কোন যায়গা কোথায় খুজে বের করা, নির্দিষ্ট গান শোনা, ইন্টারনেটে সার্চ করা ইত্যাদি।
এটা ব্যবহারের জন্য ফ্রোয়ো থাকতে হবে এবং ভয়েস সার্চ ইনষ্টল করতে হবে।
No comments:
Post a Comment