August 16, 2010

১ গিগাবিট ডাউনলোডের ওয়াইম্যাক্স ২ : WiMax 2 with 1Gbps downloads

ওয়াইম্যাক্স এখনও বিশ্বের সবযায়গায় সাধারনভাবে ব্যবহার চালু হয়নি। কোথাও কোথাও এর পরিবর্তে এলটিই বা ফোরজি ব্যবহৃত হচ্ছে। ফোরজি-র সাথে প্রতিদ্বন্দিতা করে টিকে থাকতে রীতিমত সংগ্রাম করতে হচ্ছে ওয়াইম্যাক্সকে। কাজেই, সুবিধে বাড়ানো। ওয়াইম্যাক্স ফোরাম কাজ করছে এনিয়ে। এরই মধ্যে এর পরবর্তী সংস্করন ওয়াইম্যাক্স ২ এর নতুন ষ্টান্ডার্ড তৈরী করেছে তারা। ১ গিগাবিট/সে ডাউনলোডে সক্ষম এই ষ্টান্ডার্ড চুড়ান্ত করা হচ্ছে খুব দ্রুতই।
এতে ব্যবহারকারী সেকেন্ডে ১০০ মেগাবিট/সে ব্যবহার করতে পারবেন। তারপরও সেটা অনেক বড় ধরনের পরিবর্তন। অন্তত বর্তমানের সবচেয়ে দ্রুতগতির এভো ফোরজি থেকে তো বটেই।
নভেম্বরে এই ষ্টান্ডার্ড চুড়ান্ত করা হবে। অনুমোদন পেতে ২০১১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, সেক্ষেত্রে বাস্তবে ব্যবহার হতে ২০১২ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

No comments:

Post a Comment