August 16, 2010

নানা রঙের পেনট্যাক্স এসএলআর ক্যামেরা Pentax K-x in 12 different colors

পেনট্যাক্স কে-এক্স ক্যামেরা অনেকগুলি রঙে পাওয়া যায় এটা হয়ত জানেন। নির্দিষ্ট করে বললে ৮টি রঙে। এরসাথে আরো ৪টি নতুন রঙ যোগ করে এই সংখ্যা ১২তে নেয়া হয়েছে। কাজেই আপনাকে শুধুমাত্র কালো কিংবা সাদা রঙে সীমাবদ্ধ থাকতে হবে না। আপনার পছন্দমত রঙের ক্যামেরা বাছাই করে নিতে পারেন।
১২.৪ মেগাপিক্সেল সেন্সরের এই ক্যামেরা প্রথম বাজারে আনা হয় ২০০৯ সালে। সেন্সর সিফট ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, ২.৭ ইঞ্চি এলসিডি, লাইভ ভিউ, ৭২০পি ভিডিও রেকর্ডিং ইত্যাদি সুবিধে রয়েছে এতে। ক্রশ প্রসেসিং ফিল্মের মত এতে ক্রশ প্রসেস মোড এবং তাদের আরো উন্নত ক্যামেরা কে-৭ এর মত এইচডিআর মোড।
১৮-৫৫ মিমি কিটলেন্স সহ এর দাম ৬৫০ ডলার।

No comments:

Post a Comment