August 17, 2010

নাইকনের ক্যামেরা প্রেজেক্টরের আরো উন্নতি, দাম কম Nikon's projector camera gets more useful

গতবছর নাইকন বাজারে এনেছিল প্রজেক্টরসহ ডিজিটাল ক্যামেরা কুলপিক্স এস১০০০পিজে। সাধারন পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরায় ছবি কিংবা ভিডিওকে ক্যামেরা ব্যবহার করেই দেখা সম্ভব এই ক্যামেরায়। বর্তমানে এই ক্যামেরাকে আরো উন্নত করা হয়েছে। এখন শুধু ক্যামেরা থেকেই ভিডিও কিংবা ছবি ব্যবহার করতে হবে এমন না, বরং কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগিয়ে কম্পিউটার থেকে ভিডিও কিংবা ছবি দেখার কাজে ব্যবহার করা যাবে। সেইসাথে দামও কমানো হয়েছে।
১৪ মেগাপিক্সেল ক্যামেরার প্রেজেক্টরের ব্রাইটনেস ৪০ ভাগ বাড়ানো হয়েছে। ফলে ৭ ফুট পর্যন্ত দুরত্বে ৪৭ ইঞ্চি প্রজেকশন পাওয়া যাবে।
আগের মতই ৫এক্স জুম ২৮-১৪০ মিমি লেন্স। এতে ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যায়। ৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। তারপরও আগের ৪৩০ ডলার থেকে দাম কমিয়ে ৩৫০ ডলার করা হচ্ছে।
আগামী সেপ্টেম্বর থেকে নতুন ভার্শনের এই ক্যামেরা বাজারে পাওয়া যাবে।

No comments:

Post a Comment