ইউরোপিয়ান ইমেজিং এন্ড সাউন্ট এসোসিয়েশন (ইআইএসএ) ২০১০-২০১১ বছরের জন্য সেরা প্রযুক্তি পন্যের বিজয়ীদের নাম ঘোষনা করেছে। এর ফটো বিভাগের ১৬টি ভাগে পুরস্কার পেয়েছে এপল, ক্যানন, নাইকনসহ প্রথমসারির কোম্পানীগুলি। ফটো সফটঅয়্যার বিভাগে পুরস্কার পেয়েছে এপল এপারচার ৩, সেরা জুম লেন্স ট্যামরন ৭০-৩০০।
অন্যান্যদের মধ্যে রয়েছে ক্যানন ৫৫০ডি এবং ইওস ৭ডি ক্যামেরা, নাইকন ডি৩এস ক্যামেরা এবং নিকর ৩০০মিমি ভিআর ২ লেন্স, প্যানাসনিক লুমিক্স জি২, এবং টিজেড১০, অলিম্পাস টাফ ৮০১০ ক্যামেরা এবং এম জুইকো ৯-১৮ মিমি লেন্স, সিগমা ১৭-৭০ ম্যাক্রো লেন্স, সনি এনইএক্স-৫ এবং সাইবারশট এইচএক্স৫ভি, স্যামসাং ইএক্স১, ফিজফিল্ম ফাইনপিক্স এইচ১০ এবং এপশন ষ্টাইলাস প্রো ৩৮৮০।
মোবাইল ফোনের জন্য সেরা পুরস্কার পেয়েছে স্যামসাংএর ৯০০০ গ্যালাক্সি এস। সেরা ট্যাবলেটের পুরস্কার পেয়েছে এপল আইপ্যাড। অন্যান্যদের মধ্যে রয়েছে সনি এরিকশন এক্সপেরিয়া এক্স১০ মিনি, স্যামসাং এ৮৫০০ ওয়েভ। কম শক্তি ব্যবহারের জন্য গতবছরের মত এবারও গ্রীন এওয়ার্ড পেয়েছে এলজি তাদের জিডি৫১০ পপ এর জন্য।
এবছর মিউজিক ফোন কিংবা ক্যামেরা ফোনের পুরস্কারের ব্যবস্থা ছিল না।
No comments:
Post a Comment