আশ্চর্য্যজনকভাবে কোন পুর্বঘোষনা ছাড়া তোসিবার ডুয়াল স্ক্রিন ল্যাপটপ বিক্রি শুরু হয়েছে। জানানো হয়েছিল এই ল্যাপটপ অল্পসংখ্যক বাজারে ছাড়া হবে, কাজেই কে কেনার সুযোগ পাবেন সেটা বলা কঠিন। কারন এটা সত্যিকারেরই অভিনব এবং আকর্ষনীয কিছু। এর দুদিকেই রয়েছে ৭ ইঞ্চি এলসিডি প্যানেল। অন্য কোনদিকেও পিছিয়ে নেই এতটুকু।
এর প্রসেসর পেন্টিয়াম ইউ৫৪০০, সাথে ইউন্ডোজ ৭ হোম প্রিমিয়াম। এছাড়া ইন্টেল এইচডি গ্রাফিক্স, ২ গিগাবাইট ডিডিআর৩ মোরী, ৬২ গিগাবাইট এসএসডি, ওয়াইফাই, ব্লুটুথ, ওয়েবক্যাম সবই রয়েছে। ৮ সেল ব্যাটারী রয়েছে এরসাথে।
এরদাম ১১০০ ডলার। আমাজন থেকে বিক্রি করা হচ্ছে। ১ সপ্তাহ আগে জাপানে এটা প্রথম বিক্রি করা হয়েছিল।
No comments:
Post a Comment