আইসক্রিম এবং রোবট দুটিই আকর্ষনীয় বস্তু। দুটি একসাথে হলে তো কথাই নেই। দুজনকে একসাথে করা হয়েছে টোকিওতে। সেখানে ইয়াসকায়া কুন নামে এক রোবট রীতিমত দোকানে বসে আইসক্রিম বিক্রি করছে।
তারসাথে মানুষের মত কথা অবস্য বলা যাবে না। একটা টাচ প্যানেলে অর্ডার দিতে হবে। তবে সে আইসক্রিম বের করে দেবে দোকানদারের মতই।
No comments:
Post a Comment