ডেলের ১১.৬ ইঞ্চি ডিসপ্লের ইন্সপাইরন এম১০১জেড ল্যাপটপ দেখতে নেটবুকের মত, ওজনে ৪ পাউন্ডের কম তারপরও এতে রয়েছে শক্তিশালি এথলন প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, বেশ বড় আকারের হার্ডডিস্ক, অয়্যারলেস কানেকটিভিটি, ইউএসবি-ব্লুটুথ ৩.০ এবং ষ্টান্ডার্ড মাপের কিবোর্ড। ল্যাপটপ অন না করেই এর ইউএসবি পোর্টে কিছু লাগিয়ে চার্জ করা যাবে। ৬ সেল ব্যাটারী কাজ করবে সাড়ে ৬ ঘন্টা।
১১.৫-৮.০৭-০.৯৫ ইঞ্চি আকারের পোর্টেবল এই ল্যাপটপে রয়েছে ১.৭ গিগাহার্টজ সিংগেল কোর এএমডি এথলন ২ নিও কে১২৫ প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম এবং ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক। ডিসপ্লে রেজ্যুলুশন ১৩৬৬-৭৬৮। এটিআই রেডঅন আরএস৮৮০ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স প্রসেসর ব্যবহার করে বড় আকারের হাইডেফিনিশন টিভিতে ভিডিও দেখা যাবে। ৭ ইন ১ কার্ডরিডার, ইউএসবি ২ পোর্ট রয়েছে।
এতে ওয়াইফাই ৮০১ বি/জি/এন ছাড়াও ডেল ৭১০ জিপিএস রয়েছে।
এছাড়া ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১.৫ ওয়াট দুটি স্পিকার রয়েছে।
এছাড়া ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১.৫ ওয়াট দুটি স্পিকার রয়েছে।
৪টি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাবে এই ল্যাপটপ। দাম ৪৫০ ডলার। এরসাথে আরো ১০০ ডলার যোগ করলে নেয়া যাবে ডুয়াল কোর প্রসেসর। সাথে ৪ গিগাবাইট র্যাম এবং ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক।
No comments:
Post a Comment