এনভিডিয়া নতুন ফার্মি কোয়াড্রো গ্রাফিক্স প্রসেসরের কথা ঘোষনা করেছে। এগুলি থ্রিডি সফটঅয়্যারের জন্য এগুলি ৫ গুন এবং গাণিতিক কাজের জন্য ৮ গুন দ্রুতগতিতে কাজ করবে বলে বলা হয়েছে। কোয়াড্রো প্লেক্স ৭০০০ এ্যারে একটি স্বনির্ভর সিষ্টেম যা ৮টি ডিসপ্লেতে ৩৬ মেগাপিক্সেল দেখাতে সক্ষম। অন্যদিকে কোয়াড্রো ৬০০০, কোয়াড্রো ৫০০০ এবং কোয়াড্রো ৪০০০ জিপিইউ তৈরী করা হয়েছে ডেস্কটপ এবং ওয়ার্কষ্টেশনের জন্য। সবগুলি এনভিডিয়ার নতুন থ্রিডি ভিশন প্রো এর একটিভ সাটার গ্লাশ ব্যবহারে সক্ষম। এছাড়া নতুন এনভিডিয়া স্কেলেবল জিওমেট্রি ইঞ্জিন যোগ করা হয়েছে এবং এনভিডিয়া এপ্লিকেশন এক্সিলারেশন ইঞ্জিন (এএক্সই) ব্যবহার করা হয়েছে।
নতুন কোয়্রাড্রো জিপিইউ ওপেনজিএল ৪.১, ডিরেক্টএক্স ১১, ডিরেক্ট কম্পিউট এবং ওপেন সিএল ইত্যাদির ওপর ভিত্তি করে তৈরী হলেও এনভিডিয়ার নিজস্ব প্রযুক্তি কিউডা প্যারালাল প্রসেসিং আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। এনভিডিয়ার কথা অনুযায়ী এগুলি আগামী দিনের জটিল গানিতিক কাজ যেমন রে ট্রেসিং কিংবা ফিজিক্স সিমুলেশনে ডেভেলপারদের সাহায্য করবে।
কোয়াড্রো প্লেক্স ৭০০০ এ্যারে তে ১২ গিগাবাইট জিডিডিআর৫ মেমোরী রয়েছে। অন্যগুলিতে রয়েছে যথাক্রমে ৬ গিগাবাইট, ২.৫ গিগাবাইট এবং ২ গিগাবাইট।
অক্টোবরের আগেই এগুলি বাজারে পাওয়া যাবে।
No comments:
Post a Comment