August 18, 2010

ক্যানন ৭ডি এর ষ্টুডিও ভার্শন Canon New EOS 7DSV (Studio Version)

ক্যানন তাদের জনপ্রিয় এসএলআর ক্যামেরা ৭ডি এর নতুন একটি মডেল ছেড়েছে ষ্টুডিও ভার্শন নামে। মুলত অধিক পরিমান ফটোগ্রাফ অর্গানাইজ, এডিট এবং ফাইনাল আউটপুট তৈরীর কাজ সহজ করার জন্য কিছু সুবিধে যোগ করা হয়েছে এতে। এতে ৪ লেভেলে ক্যামেরা লক করার ব্যবস্থা আনা হয়েছে সেইসাথে বারকোড সল্যুশন নামে একটি বিশেষ ব্যবস্থা যোগ করা হয়েছে।
লকিং এর মাধ্যমে এডমিনিষ্ট্রেটর ক্যামেরার বিভিন্ন সেটিং পরিবর্তন বন্ধ করে রাখতে পারেন যেন অপারেটর (ফটোগ্রাফার) সেগুলি নিজের ইচ্ছেয় পাল্টাতে না পারেন। স্কুল, হাসপাতাল, বিশেষ অনুষ্ঠান ইত্যাদির ছবি উঠানোর সময় ছবির সাথে ডিজিটাল তথ্য ঠিক রাখার জন্য এটা প্রয়োজন হয়। সবচেয়ে উচু লেভেলে ক্যামেরা ব্যবহারের জন্য প্রতিদিন পাশওয়ার্ড পরিবর্তন বাধ্যতামুলক হিসেবে সেট করা যায়।
বারকোড সল্যুশনের সাহায্যে বেশি পরিমান ছবিকে খুব সহজে ম্যানেজ করা যাবে। ছবির ব্যক্তির পরিচিতি গোপন রেখে শুধুমাত্র বারকোড ব্যবহার করে ছবির সমস্ত তথ্য ব্যবহার করা যাবে।
ক্যামেরাটি অবশ্য সাধারনভাবে দোকানে বিক্রি হবে না, বিশেষ ডিলারের কাছ থেকে কিনতে হবে। দাম বারকোড কিটসহ ২৫৯৯ ডলার এবং শুধুমাত্র বডির দাম ১৮২৯ ডলার।

No comments:

Post a Comment