টাচ এন্ড টাইপ নামে নতুন একটি মোবাইল ফোন বাজারে আনতে যাচ্ছে নোকিয়া। এক্স৩-০২ মডেলের এই ফোনে সাধারন আলফানিউমেরিক কি এর সাথে টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। এটা হতে যাচ্ছে এস৪০ অপারেটিং সিষ্টেমের প্রথম টাচ ফোন।
গত সপ্তাহে প্রথম এর কথা ইন্টারনেটে প্রকাশ পায়। এখন এর বিস্তারিত জানা গেছে। মুলত কমদামের ফোন বলে পরিচিত হলেও এতে কানেকটিভিটি হিসেবে ওয়াইফাই, থ্রিজি (এইচএসপিএ), ব্লুটুথ সহ প্রয়োজনীয় সবকিছুই রয়েছে।
এর ডিসপ্লে ২.৪ ইঞ্চি। সম্ভবত সবচেয়ে ছোট টাচস্ক্রিনের একটি। সাথে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর পুরুত্ব মাত্র ৯.৬ মিমি।
আগামী মাসেই এটা বাজারে পাওয়া যাবে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন রঙে। দাম ১২৫ ইউরো।
No comments:
Post a Comment