ম্যাজিক জ্যাকের ৪০ ডলারে যন্ত্র সাথে বছরে ২০ ডলার দিয়ে ইন্টারনেট ব্যবহার করে যে কোন টেলিফোনে কথা বলা যায়। এ সপ্তাহে কোম্পানী জানিয়েছে তারা এক সফটঅয়্যার ছাড়তে যাচ্ছে যা ব্যবহার করে ইন্টারনেট থেকে যে কোন ফোনে কথা বলা যাবে। এজন্য কোন ফি দিতে হবে না। গুগল ভয়েস কিংবা স্কাইপি এর মত কাজ করবে এটা। পার্থক্য সবার জন্য বিনামুল্যে কথা বলার সুযোগ থাকবে এতে। আগামী সপ্তাহে উইন্ডোজ এবং ম্যাকের জন্য এটা বাজারে ছাড়া হবে। এন্ড্রয়েড, আইওএস এবং ব্লাকবেরির জন্য ছাড়া হবে অক্টোবরে।
একই সময়ে আরেক খবরে জানা গেছে তাদের প্রতিদ্বন্দি নেট-টক জানিয়েছে তারা তাদের ভিওআইপি বক্সে বিনামুল্যের ভিডিও চ্যাট যোগ করছে। তবে ম্যাজিক জ্যাকের পদ্ধতি যদি চালু হয় সেটা তাদের জন্য দুঃসংবাদ তাতে সন্দেহ নেই।
No comments:
Post a Comment