August 4, 2010

কঠোর টেলিকম নীতি ভারতে বিনিয়োগ বাধাগ্রস্থ করতে পারে Tough Indian telecom rules spark foreign backlash

বিভিন্ন বিদেশী টিলিকম কোম্পানী এবং বানিজ্য সংস্থা জানিয়েছে  ভারতের নতুন টেলিকম আইন সেখানে কাজ করা কঠিন করে তুলেছে। চীন ভারতের তথ্য চুরি করতে পারে এই কারন দেখিয়ে সেখানে বিভিন্ন বিদেশী টেলিফোন কোম্পনীর অফিস যে কোন সময়ে তদারকি এবং তাদের নিরাপত্তার সফটঅয়্যার, কোড ইত্যাদি ভারত সরকারকে দিতে বাধ্য করে আইন করায় তার প্রতিক্রিয়ার এই অবস্থার সৃষ্টি হয়েছে।
ভারতে টেলিকম মুলত গড়ে উঠেছে আইবিএম, সিসকো, এরিকশন, নোকিয়া, হুয়াই ইত্যাদি কোম্পানীর দ্বারা।
জুলাইয়ের ২৭ তারিখে ১১টি বানিজ্য সংস্থা হিলারী ক্লিনটনের কাছে এই নীতি বাতিল করার আবেদন করেন। তাদের বক্তব্য এই নীতি শুধু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বিরোধী না, বরং এরফলে সরকারের যেকোন ধরনের পদক্ষেপকে বিনা যুক্তিতে মেনে চলতে হবে। এটা মারাত্মক পরিনতি ডেকে আনতে পারে।
পরদিন ইউরোপ এবং জাপানের ২০টি সংস্থা এই বিষয়ে ভারতীয় মন্ত্রীর কাছে চিঠি দিয়ে একে অশুভ সুচনা বলে উল্লেখ করে।
গত ডিসেম্বর ভারত বিভিন্ন নিরাপত্তার বিষয়ে কড়াকড়ি আরোপ করে। তখন থেকে ১০০ থেকে ৫০০ কোটি ডলারের বিভিন্ন যন্ত্রপাতি তাদের অনুমোদনের অপেক্ষা জমা হয়েছে। এরমধ্যে চীনের হুন্দাই এবং জেডটিই দুজনার রয়েছে ৭৫ কোটি ডলারের যন্ত্রপাতি।
নোকিয়া সিমেন্স নেটওয়ার্ক জানিয়েছে শুধুমাত্র নিরাপত্তার কড়াকড়ির কারনে গত ৩ মাসে তাদের বিক্রি ৫ ভাগ (২২০ কোটি ডলার) কমে গেছে। একই কারনে এরিকশনের বিক্রি কমেছে ৬৩ ভাগ।
বিশ্লেষকরা বলছেন ভারতের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেয়ার কারনটি সংগত কিন্তু যেভাবে তা করা হচ্ছে আন্তর্জাতিক মানকে ছাড়িয়ে যায়।
১৯৮০ এবং ১৯৯০ এর দশকে আমেরিকা, জাপান এবং ইউরোপও কার্যকর তথ্য নিরাপত্তা নিয়ে হিমসিম খাচ্ছিল। এনক্রিপটেড ডাটা সংগ্রহ এবং যন্ত্রপাতি বাজেয়াপ্ত করার নীতি থাকলেও চুড়ান্ত পদক্ষেপ হিসেবে সেটা করা হয়। ভারতে এই নীতির ফলে সরকার কোন কোম্পানীতে দুবছরের মধ্যে সবকিছু দেশীয় মালিকানায় বুঝিয়ে দিতে বাধ্য করতে পারবে।

No comments:

Post a Comment