বিশ্বের যে কোন দেশের চেয়ে বেশি মানুষের যাতায়াতের ব্যবস্থা করতে হয় চীনকে। কাজেই তাদের পদ্ধতিতেও অভিনব কিছু আনতে হবে এটাই স্বাভাবিক। তাদের গো গো গ্যাডগেট নামের সুপার বাস তেমনই কিছু। রাস্তার ভীড়ের ওপর দিয়ে যাত্রী আনা-নেয়ার কাজ করবে এই বাস। এই বাস অন্য সকল যানবাহনের চেয়ে দ্রুতগতির এবং সাবওয়ের তুলনায় খরচ শতকরা ৯০ ভাগ কম।
পুরোপুরি বিদ্যুতের সাহায্যে চলা এই বাস চার্জ হবে রিলে চার্জিং নামের বিশেষ পদ্ধতিতে। চার্জিং ষ্টেশন এমনভাবে স্থাপন করা হবে যেন সবসময়ই সেটা চার্জ হতে থাকে। বাসের ছাদ নিজেই কাজ করবে কন্ডাক্টর হিসেবে। কাজেই পুরো পথেই তা চার্জিং পোষ্টের সংস্পর্শে থাকবে। অত্যন্ত দ্রুতগতিতে চলা এই বাসকে ট্রাফিক সিগন্যাল নিয়ে ভাবতে হবে না।
বাসগুলি হবে ৬ মিটার চওড়া, ৪.৫ মিটার উচু। রাস্তার অন্য গাড়িগুলি থাকবে এর নিচে। প্রতিটি গাড়িতে ১২০০ যাত্রী বহন করা যাবে। যাত্রীরা ওঠানামা করবেন এরসাথে লাগানো মই দিয়ে।
বাসকে যেহেতু এক রাস্তা থেকে আরেক রাস্তায় যেতে হবে সেকারনে নিচের অন্য গাড়িগুলিকে সেবিষয়ে শতর্ক করা প্রয়োজন। এজন্য থাকবে লেজার/রাডার ব্যবস্থা যা থেকে পথের গাড়িচালক জানবেন এই বাস কোনদিকে যাবে।
জরুরী প্রয়োজনে বিমানের মত বের হওয়ার দরজা থাকবে এতে। কাজ না থাকলে সেটা এমনভাবে ষ্টেশনে থেমে থাকবে যেন পথের ওপর কোন প্রভাব না পড়ে। টানেল যাতীয় কিছু করলে সে সুযোগ থাকে না।
এটা এখন আর বিজ্ঞানের কল্পকাহিনী কিংবা স্বপ্ন নেই। এবছরের মধ্যেই এটা পরীক্ষামুলকভাবে চালানো হবে বেইজিং এর মন্টোগো শহরে। সেখানে ১৮৬ কিলোমিটার রাস্তা তৈরী করা হচ্ছে।
No comments:
Post a Comment