August 4, 2010

এবছরই বাজারে আসছে শার্পের থ্রিডি স্মার্টফোন Sharp glasses-free 3D smartphone with 3D camera

থ্রিডি ব্যবহারের অভিজ্ঞতা পেতে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না, শার্প জানিয়েছে এবছরের মধ্যেই তারা থ্রিডি ক্যামেরা সহ থ্রিডি ডিসপ্লের স্মার্টফোন বাজারে আনবে। অটোষ্টেরিওস্কোপ স্ক্রিনে থ্রিডি দেখার জন্য থ্রিডি চশমা প্রয়োজন হবে না।
থ্রিডি ফোন তৈরীতে তারা প্রথম একথা বলার সুযোগ নেই। এরআগে হিতাচির তৈরী ফোন এনেছে জাপানের কেডিডিআই মোবাইল কোম্পানীর মাধ্যমে, এনটিটি ডোকোমো তাদের প্রোটোটাইপ দেখিয়েছে। সেগুলি শুধুমাত্র জাপানের জন্য। শার্প আনতে যাচ্ছে বাকি বিশ্বের জন্য।

No comments:

Post a Comment