August 4, 2010

ব্লাকবেরি ওএস ৬ নিয়ে ব্লাকবেরি টর্চ স্লাইডার BlackBerry Torch 9800 slider

ব্লাকবেরির ঘোষনা করা ব্লাকবেরি টর্চ ৯৮০০ স্লাইডার অনেক বিষয়েই নতুনত্বের দাবীদার। এটা তাদের প্রথম স্লাইডার ফোন এবং এতে প্রথমবারের মত তাদের নতুন অপারেটিং সিষ্টেম ব্লাকবেরি ওএস ৬ ব্যবহার করা হচ্ছে। অনেকের মদে মোবাইল ফোনের জগতে এটা উল্লেখযোগ্য এক সংযোজন।
এতে ফুল কিবোর্ড রয়েছে। ৩.২ ইঞ্চি এইচভিডিও+ (৪৮০-৩৬০ পিক্সেল) রেজ্যুলুশন। পুরুত্ব ১৪ মিমি। ট্রাই ব্যান্ড থ্রিজি, ওয়াইফাই বি/জি/এন, ব্লুটুথ, জিপিএস সব ধরনের কানেকটিভিটি রয়েছে এতে।
৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরার এই সেটে ভিজিএ রেজ্যুলুশন ভিডিও রেকর্ড করা যাবে। অনবোর্ড মেমোরী ৫১২ মেগাবাইট, ষ্টোরেজ ক্যাপাসিটি ৪ গিগাবাইট। সাথে ৩২ গিগাবাইট মাইক্রোএসডি কার্ড লাগানোর ব্যবস্থা। সেটের সাথে ৪ গিগাবাইট কার্ড দেয়া হবে।
আপাতত আমেরিকায় এটিএন্ডটির ব্যবহারকারীদের কাছে এটা বিক্রি করা হবে ২০০ ডলারে, ২ বছরের কন্ট্রাক্টসহ।
একই সময়ে দক্ষিন কোরিয়ার জন্য ব্লাকবেরি ষ্টর্ম ২ নামে আরেকটি ফোনের কথা জানিয়েছে নির্মাতা রিম।

No comments:

Post a Comment