ব্লাকবেরির ঘোষনা করা ব্লাকবেরি টর্চ ৯৮০০ স্লাইডার অনেক বিষয়েই নতুনত্বের দাবীদার। এটা তাদের প্রথম স্লাইডার ফোন এবং এতে প্রথমবারের মত তাদের নতুন অপারেটিং সিষ্টেম ব্লাকবেরি ওএস ৬ ব্যবহার করা হচ্ছে। অনেকের মদে মোবাইল ফোনের জগতে এটা উল্লেখযোগ্য এক সংযোজন।
এতে ফুল কিবোর্ড রয়েছে। ৩.২ ইঞ্চি এইচভিডিও+ (৪৮০-৩৬০ পিক্সেল) রেজ্যুলুশন। পুরুত্ব ১৪ মিমি। ট্রাই ব্যান্ড থ্রিজি, ওয়াইফাই বি/জি/এন, ব্লুটুথ, জিপিএস সব ধরনের কানেকটিভিটি রয়েছে এতে।
৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরার এই সেটে ভিজিএ রেজ্যুলুশন ভিডিও রেকর্ড করা যাবে। অনবোর্ড মেমোরী ৫১২ মেগাবাইট, ষ্টোরেজ ক্যাপাসিটি ৪ গিগাবাইট। সাথে ৩২ গিগাবাইট মাইক্রোএসডি কার্ড লাগানোর ব্যবস্থা। সেটের সাথে ৪ গিগাবাইট কার্ড দেয়া হবে।
আপাতত আমেরিকায় এটিএন্ডটির ব্যবহারকারীদের কাছে এটা বিক্রি করা হবে ২০০ ডলারে, ২ বছরের কন্ট্রাক্টসহ।
একই সময়ে দক্ষিন কোরিয়ার জন্য ব্লাকবেরি ষ্টর্ম ২ নামে আরেকটি ফোনের কথা জানিয়েছে নির্মাতা রিম।
No comments:
Post a Comment