August 1, 2010

ষ্টারক্রাফট ২ গ্রাফিক্সকার্ডের ক্ষতি করতে পারে Starcraft II can damage your graphics card

কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রতিক্ষিত গেম ষ্টারক্রাফট ২ কি আপনার গ্রাফিক্স কার্ড নষ্ট করতে পারে ?
সম্ভাবনা রয়েছে। এতে এমন একটি ত্রুটি রয়েছে যা মেনুকে অনবরত রেন্ডার করে যেতে পারে। কারন কতবার রেন্ডার করা হবে তা উল্লেখ করা হয়নি। আর এর ফলে আপনার গ্রাফিক্স কার্ড অতিরিক্ত গরম হতে পারে।
খুব সহজেই আপনি এই সমস্যা থেকে নিজেকে দুরে রাখতে পারেন।
আপনার কম্পিউটারে ষ্ট্রারক্রাফট এর ডকুমেন্টর ফোল্ডারে  variables.txt নামে একটি ফাইল খুজে বের করুন। সেখানে টাইপ করে দিন;
frameratecapglue=30
frameratecap=60
এতে এই সমস্যার সমাধান হবে।
গেমের নির্মাতা ব্লিজার্ড এন্টারটেইনমেন্ট বিষয়টি জানে। তাদের টেকনিক্যাল সাপোর্ট ফোরামে তারা এটা উল্লেখ করেছে। আশা করা যায় আগামীতে তারা এই সমস্যা দুর করতে প্যাচ ছাড়বে।
আপাতত এই খেলার জন্য উল্লেখ করা পদ্ধতি ব্যবহার করতে পারেন।

No comments:

Post a Comment