August 1, 2010

জিএসএম হ্যাকিং Hacker builds cell-phone tapping device

মোবাইল ফোন ব্যবহারের সময় আপনার সমস্ত রেকর্ড সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে জমা থাকে এটা জানা কথা। ক্রিস প্যাগেট নামে একজন হ্যাকার যন্ত্র তৈরী করে দেখিয়েছেন তাদের মত অন্য কেউ মোবাইলের কথা রেকর্ড করতে পারে। তার এই যন্ত্র তৈরীতে খরচ হয়েছে দেড় হাজার ডলার।
প্যাগেট নিজে অপরাধের সাথে জড়িত নেই, সন্মেলনে এটা দেখিয়ে তিনি বলেছেন অন্যরা খারাপ উদ্দেশ্যে এধরনের কিছু ব্যবহার করতে পারে। তার কিছু সহকর্মী কথা রেকর্ড করে নমুনা দেখান তিনি। তার ভাষায় জিএসএম পদ্ধতিতে এধরনের ব্যবস্থা ঠেকাতে ব্যবহারকারীর কিছুই করার নেই।
জিএসএম- ২ডি বা সেকেন্ড জেনারেশন সেলুলার টেকনোলজি বলে পরিচিত। আরো উন্নত ৩জি কিংবা ৪জিতে এত সহজে আক্রমন করা যায়না বলে জানিয়েছেন তিনি। উদাহরন হিসেবে তিনি বলেন ব্লাকবেরি সেটে এনক্রিপশন ব্যবহার করা যায়, কাজেই সেগুলি নিরাপদ।
এধরনের যন্ত্র একেবারে নতুন একথা অবশ্য ধরে নেবেন না। বিভিন্ন ধরনের নিরাপত্তা সংস্থা এধরনের যন্ত্র সবসময়ই ব্যবহার করে। তিনি দেখিয়েছেন শখ করেও এমনকিছু বানানো যায়।

No comments:

Post a Comment