এপলের তৈরী ম্যাজিক ট্রাকপ্যাড যে একেবারে নতুন কিছু সেটা হয়ত বলা যায় না। ওয়াকম টাচপ্যাড ধরনের যন্ত্র বিক্রি করছে অনেকদিন থেকেই। তারপরও, এতে একেবারে নতুনত্ব নেই একথা বলার সুযোগও নেই। কিবোর্ড এবং মাউস এর সাথে এটা ব্যবহার করে আঙুলের মাধ্যমে কম্পিউটারের সবকিছু নিয়ন্ত্রন করতে পারেন। এতদিন মাল্টিটাচ বিষয়টি আইফোন, আইপড টাচ, আইপ্যাড এসবের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এর মাধ্যমে এপল তাকে এনেছে ডেস্কটপ পর্যায়ে।
এপলের অন্যান্য ডিভাইসের মত এটাও দেখতে অত্যন্ত আকর্ষনীয়। দেখে মনে হয় এল্যুমিনামের তৈরী। খুব সহজে এর ওপর আঙুল ব্যবহার করে কম্পিউটারের সবকিছু নিয়ন্ত্রন করা যাবে। নিচের দিকে রাবারের বাটন রয়েছে যা দিয়ে ক্লিক করার কাজ করা যাবে।
এটা ইনষ্টল করা খুব সহজ। ভেতরে ব্যাটারী থাকা অবস্থায় সুইচ টিপে অন করুন। কম্পিউটারে নতুন ব্লুটুথ ডিভাইস সেটআপ সম্পর্কিত মেসেজ পাওয়া যাবে। দুবার ক্লিক করেই সেটা ইনষ্টল হবে।
ট্যাকপ্যাডের সাথে পেন জাতিয় কিছু (ওয়াকমের মত) ব্যবহারের ব্যবস্থা নেই। শুধুমাত্র আঙুল ব্যবহার করেই কাজ করতে হবে। একে মাউসের বিকল্প হিসেবে ব্যবহারের জন্য তৈরী করা হয়নি। বরং অতিরিক্ত আরেকটি ইনপুট ডিভাইস হিসেবে ধরে নিতে পারেন। একে শুধুমাত্র ট্রাকপ্যাডই বলতে হবে, ডিজিটাইজিং ট্যাবলেট বলার সুযোগ নেই।
এর ভাল দিক হচ্ছে আকর্ষনীয় ডিজাইন, ছোট এবং পাতলা, মজবুত গড়ন, ব্যবহার সহজ। ব্যবহারের জন্য ব্যাটারী সাথেই দেয়া হয়।
আর ৬৯ ডলার দাম হিসেব করলে আপনি আগের মাউসকেই বেশি পছন্দ করতে পারেন।
No comments:
Post a Comment